রাজশাহীতে প্রধানমন্ত্রীকে হুমকি দেয়ার প্রতিবাদে মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের উদ্যােগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন।
সােমবার (২২ মে) বিকেলে গাংনী উপজেলা শহরের প্রধান প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে গাংনী সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলামের সঞ্চালনায়- সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ আনারুল ইসলাম বাবুসহ গাংনী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যেই সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হুমকি প্রদানকারীকে আইনের আওতায় আনতে হবে। সেই সাথে যারা প্রতিনিয়ত দেশে নানা রকম ষড়যন্ত্র করার পায়তারা করছে, তাদের প্রতিহত করতে বঙ্গবন্ধুর সৈনিকরা সবসময় প্রস্তুত।
উল্লেখ্য, গত ১৯ মে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। সেই সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।