মেহেরপুরের গাংনীতে ৪২ পিচ ইয়াবা সহ সুমন রেজা (২১) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত ১০ টার সময় উপজেলার সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়িয়া উত্তরপাড়ার মিলন হোসেনের হার্ডওয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সুমন রেজা হিজলবাড়িয়া উত্তরপাড়ার আশারুল হকের ছেলে। পুলিশের দাবি সুমন রেজা মাদক ব্যবসায়ী।
গাংনী থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ শাহিন মিয়া জানান, মাদক ব্যবসায়ী সুমন রেজা ইয়াবা নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম স্যারের নির্দেশে গাংনী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এএসআই আল আমিন মামুন অর রশিদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান,ইয়াবা সহ গ্রেফতার সুমন রেজার নামে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..