মেহেরপুরের গাংনীতে ইলেকট্রিক মেশিন দিয়ে ঘাস কাটার সময় রানা (৩২) নামে এক যুবকের ডান হাতের পাঁচটি আঙ্গুলসহ কবজির উপরের অংশ কেটে পড়ে গুরুতর আহত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে নিজ বাড়িতে ঘাস কাটার সময় এ ঘটনা ঘটে। রানা গাংনী পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড ভিটাপাড়ার ফজলের ছেলে।
রানার পারিবারিক সূত্রে জানা গেছে, রানা বিকেলে গরুকে খাওয়ানোর জন্য ইলেকট্রিক ঘাস কাটার মেশিন দিয়ে ঘাস কাটছিল। অসাবধানতাবশত তার হাত ঘাসের সাথে মেশিনের মধ্যে ঢুকে গেলে হাতের ৫টি আঙ্গুল কেটে পড়ে যায় এবং কবজি পর্যন্ত গুরুতর জখম হয়। রানার চিৎকারে পরিবারের লোকজনসহ স্থানীয়রা ছুটে এসে রানার হাত মেশিনের মধ্যে আটকা পড়ে থাকতে দেখে বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে সংবাদ দেয়।
সংবাদ পেয়ে বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ ইছাহাক আলীর নেতৃত্বে একটি টিম এসে রানাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।