মেহেরপুরের গাংনীতে ৬৫ পিস ইয়াবাসহ ২জন যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের পাইকপাড়ার আমিরুল ইসলামের ছেলে আবুল বাসার (২৫) ও মহাম্মদপুর গ্রামের পশ্চিম পাড়ার রফিকুল ইসলামের ছেলে জনি মিয়া (২৬)।
মঙ্গলবার দুপুরে স্থানীয় বামন্দী পুলিশ ক্যাম্পের এএসআই বিপ্লব হােসেনের নেতৃত্বে পুলিশের একটিদল ছাতিয়ান গ্রামের পাইকপাড়া থেকে তাদের আটক করে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,ছাতিয়ান পাইকপাড়ায় মাদক কারবারীরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী পুলিশ ক্যাম্পের এএসআই শেখ বিপ্লব হোসেনের নেতৃত্বে এএসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে আবুল বাসার ও জনি নামের দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।