মেহেরপুরের গাংনী উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুফরের দিকে গাংনী উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিম সাহা ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম, উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাঃ মুহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফিল্ড সুপারভাইজার মনিরুল ইসলাম।