মেহেরপুরের গাংনীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০টার সময় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রাণী ও গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশানর (ভূমি) নাদির হোসেন শামীম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী,জেলা জেপির সভাপতি আব্দুল হালিম।
এসময় উপস্থিত ছিলেন র্যাব-বিজিবি প্রতিনিধিসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মিডিয়া কর্মীবৃন্দ। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদক নিয়ন্ত্রণে বিস্তর আলােচনা করা হয়।