কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মানদীর ভাঙেন প্রতিনিয়ত বসত-বাড়ী সহ শত-শত একর জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদী ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবীতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে জলবায়ু সুবিচারের দাবী সহ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তের ফান্ড করার দাবীতে মানববন্ধন আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে সমাজকর্মী সহ আহ্বায়ক মানবকল্যান অগ্রযাত্রা ফাউন্ডেশন এবং CSSYDF এর প্রতিষ্ঠতা ইঞ্জিনিয়ার মো: শাকিল খান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক মো: মোতাছিম বিল্লাহ, CSSYDF এর যুগ্ম-সাধারণ সম্পাদক মো: তানজিন হাসান শাহীন, সিক্ত বাংলাদেশের প্রধান সমন্বয়ক মাহাবুল আলম তামিম, 350 .org এর সাউথ এশিয়া মবিলাইজেশন কো-অর্ডিনেটর আমানুল্লাহ পরাগ, ইয়ুথ ক্লাইমেট একশান হাবের সা:সম্পাদক মাহমুদ শিমুল, CSSYDF এর সাধারণ সম্পাদক মো: সাদ্দাম হোসেন সহ সিক্ত বাংলাদেশ, এক্টিভিস্টা কুষ্টিয়া, সিটিজেন সোশ্যাল সার্ভিস এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, গ্রিন নিউ ডিল হাব কুষ্টিয়া, অগ্রযাত্রায় মানব কল্যাণ ফাউন্ডেশন, স্মাইল ফর অল, ভয়েস অব গাছেরদিয়াড়, পদ্মা যুব উন্নয়ন সংস্থা, উদীপ্ত তরুণ যুব সংগঠন, প্রাণের আলো সংগঠনের সদস্য সহ শতাধিক গ্রামবাসী মানববন্ধনে উপস্থিত ছিলেন। এ সময়ে উপস্থিত মানববন্ধনে যুক্ত সকলে দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ সহ জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি ও কৃষি জমিতে যে ক্ষতির সম্মুখীন হচ্ছে তাতে ক্ষতিপূরনের দাবী জানাই।