মেহেরপুর জেলা জাতীয় পার্টি (জেপি)’র সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আব্দুল হালিমের কন্যা শােভা রাজমিন হোসনা হত্যাকারীর ফাঁসির দাবীতে গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সােমবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের আয়ােজন করেন গাংনী সরকারী ডিগ্রী কলেজ। মানববন্ধনে সভাপতিত্ব করেন গাংনী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এম এ খালেক সহ গাংনী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম ও নিহত শোভার বাবা মেহেরপুর জেলা জাপার সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আব্দুল হালিম। প্রসঙ্গত, নিহতের পিতা আব্দুল হালিম জানান, ১০ সেপ্টেম্বর ২০১৯ সালে রাতে ঢাকা গাজীপুরের একটি ভাড়াটিয়া বাসায় স্বামী রবিউল ইসলামের হাতে নির্মমভাবে তার জ্যৈষ্ঠ মেয়ে শোভা রাজমীন হোসনা নির্মমভাবে খুন হয়। পরে ১১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে গাজীপুর সদর থানায় তিনি বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি নারী ও শিশু ট্রাইবুনালে বিচারাধীন রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায় আগামী ৩১/০৭/২০২২ ইং তারিখে চার্জ হেয়ারিং এর দিন রয়েছে উক্ত মানববন্ধনে বক্তারা খুনি রবিউল অতি দ্রুত ফাঁসির দাবি জানান।