1. meheralibachcu@gmail.com : Meher Ali Bachcu : Meher Ali Bachcu
  2. anarulbabu18@gmail.com : Anarul Babu : Anarul Babu
  3. mahabub3044@gmail.com : Mahabub Islam : Mahabub Islam
  4. dainikmeherpurdarpon@gmail.com : meherpurdarpon :
  5. n.monjurul3@gmail.com : monjurul : monjurul
  6. banglahost.net@gmail.com : rahad :
কলা চাষে স্বাবলম্বী হচ্ছেন গাংনীর চাষিরা - দৈনিক মেহেরপুর দর্পণ
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আন্দোলনরত যারা আছেন তারা সবাই ঘরে ফিরে যান: সেনাপ্রধান ডিবি প্রধানের দায়িত্ব পেলেন গাংনীর কৃতি সন্তান আশরাফুজ্জামান। মেহেরপুরে জনপ্রশাসন মন্ত্রীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ। মেহেরপুরে জনপ্রশাসন মন্ত্রীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ। মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু। গাংনীতে উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত। মেহেরপুরে অনাবৃষ্টিতে পাট পচন নিয়ে বিপাকে চাষীরা। মেহেরপুরের গাংনীতে সড়ক দূর্ঘটনায় প্রতিবন্ধী নারী নিহত। গাংনীতে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তি উদ্ধার। গাংনীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।

কলা চাষে স্বাবলম্বী হচ্ছেন গাংনীর চাষিরা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

গাংনীতে কলা চাষে ঝুঁকছেন গাংনীর চাষিরা জনপ্রিয় হয়ে উঠেছে কলার চাষ। বাড়ির পাশের পতিত জমি, পুকুরের পাড়, এমনকি ফসলি জমিতেও কৃষকেরা চাষ করছেন কলা। বাজারে এর চাহিদা থাকায় ও আর্থিকভাবে লাভবান হওয়ায় বাড়ছে কলা চাষ। ইতিমধ্যে অনেকে কলা চাষ করে হয়েছেন স্বাবলম্বী। উপজেলায় একাধিক কলাচাষির সঙ্গে কথা বলে জানা গেছে, অন্যান্য ফসলের চেয়ে কলা চাষ করে বেশি লাভবান হওয়া যায়। কলাগাছের চারা রোপণের অল্পদিনের মধ্যেই বেড়ে ওঠে এবং দ্রুত ফল পাওয়া যায়। তা ছাড়া কলা চাষের মধ্যে সাথি ফসল হিসেবে অন্যান্য ফসলও আবাদ করা যায়। কলাচাষি মো. ফারুক আহমেদ বলেন, প্রতি বিঘা জমিতে কলা চাষের জন্য ৩৫০—৪০০ কলার চারা রোপণ করা যায়। বিঘাপ্রতি জমিতে খরচ হয় প্রায় ১৮—২০ হাজার টাকা। আর লাভ হয় প্রায় ৬০—৭০ হাজার টাকা। বছরে একবার কলা চারা রোপণ করা হলে তা তিন বছর ভালোভাবে ফলন দিতে পারে যা অন্য কোনো ফসলের ক্ষেত্রে সম্ভব না। তিনি আরও বলেন, ‘আমি প্রতিবছরই কলা চাষ করি। তা ছাড়া অন্যান্য ফসলের তুলনায় কলা চাষে খরচ কম। আর কলার চারা রোপণের এক বছরের মধ্যেই কাঁদি আসে।’ ‘কলার ভালো দাম থাকায় আমিও নতুন করে এ বছর কলার চাষ করেছি ১০ কাঠা। যদি ভালো দাম পাই তাহলে পরবর্তী সময়ে আবাদ বাড়াব। কলার ভালো দাম থাকলে প্রতি কাঁদি ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যেও বিক্রয় হয়। তবে এই দামটা সাধারণত রমজান মাসে হয়ে থাকে। বর্তমানে ৩০০ থেকে ৩৫০ টাকার মধ্যে প্রতি কাঁদি বিক্রি হচ্ছে।’ বলেন কলাচাষি জিল্লুর রহমান। কলা ব্যবসায়ী মো. আকালি হোসেন বলেন, বর্তমানে এখানকার চাষিরা যেখানে জায়গা পাচ্ছে কলা চাষ করছেন। কলা চাষে কোনো লোকসান না হওয়ায় দিন দিন আগ্রহ বাড়ছে তাঁদের। তবে অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে লোকসানের মুখে পড়তে হয়। এখানে প্রতি কাঁদি কলা বিক্রি হয় ৩০০—৩৫০ টাকায়। আবার রমজান মাস এলে কলার দাম আরও বাড়ে। এ উপজেলা ও জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে কলা। তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘদিন কলার ব্যবসা করছি। বর্তমানে কলার যে দাম তা আমরা কখনোই দেখিনি। আজ থেকে ৪—৫ বছর আগেও কলার এমন দাম ছিল না। বাজারে দিনে দিনে এর চাহিদা বেড়েছে।’ গাংনী উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, বাণিজ্যিকভাবে এ উপজেলায় শবরি, জয়েন্ট গভর্নর, ইরি কলাসহ বিভিন্ন জাতের কলা চাষ হয়। চলতি বছর উপজেলায় ২৯৫ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। কলা চাষ লাভজনক হওয়ায় এর চাহিদা বাড়ছে। কলাচাষির সঙ্গে কৃষি কার্যালয় সার্বক্ষণিক যোগাযোগ করে আসছে। গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন জানান, এবার কলা চাষ বেড়েছে। কলা চাষে লাভ হওয়ায় চাষিরা কলা চাষের দিকে বেশি ঝুঁকছেন। উপজেলা কৃষি বিভাগ থেকে কলাচাষিদের সঙ্গে সব সময় যোগাযোগ করে আসছে। চাষিদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে। জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় এখানকার কলা সরবরাহ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Bangla Webs