আর মাত্র একদিন পরেই মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ কাউন্সিলকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উন্মাদনা লক্ষ্য করা গেছে। এছাড়াও আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলোর মধ্যে নানান তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এ উপলক্ষে গাংনী উপজেলা শহরে নানা রঙয়ের তোরণ,ব্যানার,ফেস্টুন ছবি প্রদর্শনের মাধ্যমে কাউন্সিলের জানান দেয়া হয়েছে। তবে এ কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। কাউন্সিলকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা চলছেই। কে হবেন সভাপতি, আর কে হবেন সাধারণ সম্পাদক এ নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে যেমন চলছে পছন্দের প্রার্থীর প্রশংসা। তেমনি সাধারণ মানুষেও এনিয়ে পথে-ঘাটে কিংবা মাঠে চুলচেনা বিশ্লেষণ করছেন।
আগামী ১০ এপ্রিল,গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নিয়ে ইতোমধ্যে মঞ্চ নির্মাণ কাজ জোরে-সোরেই চলছে। কাউন্সিলকে ঘিরে প্রার্থীরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী-সমর্থকদের সাথে সাক্ষাতের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এবারে গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে যারা প্রার্থী হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এরা হলেন-মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন,গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সিনিয়র নেতা আহম্মেদ আলী,সাবেক ছাত্রলীগ নেতা ডাক্তার এএসএম নাজমুল হক সাগর,মেহেরপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগম,গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কাজীপুর ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজ উদ্দীন।
এছাড়াও এ কাউন্সিলে সাধারণ সস্পাদক পদে যারা প্রতিদ্বন্দ্বীতা করবেন। তারা হলেন-উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান মুকুল,মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন,গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যথাক্রমে-নজরুল ইসলাম ও মনিরুজ্জামান,আওয়ামী লীগ নেতা একেএম শফিকুল আলম,উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন,বীর মুক্তিযোদ্ধা মুনতাজ আলী,গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট রাশেদুল হক জুয়েল,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাস বাবু। এছাড়াও সাধারণ সম্পাদক পদে আরো কয়েকজন প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে শোনা যাচ্ছে। এরা হলেন-রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল,আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম বাদশা,সাবেক ছাত্রলীগ নেতা সবুক্তাগীন মাহমুদ পলাশ,সাবেক ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম রিন্টু চৌধুরী।
এদিকে এ কাউন্সিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও খুলনা বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।