শ্বশুরবাড়ির এলাকা রংপুরের পীরগঞ্জে নির্বাচনী জনসভা করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে নিজেকে এই এলাকার পুত্রবধূ পরিচয় উল্লেখ করে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি।
শেখ হাসিনা বলেন, ‘আমি আপনাদের এলাকার পুত্রবধূ। কি বাহে একখান ভোট মুই পামু না? হামাক একখান ভোট দিবা না?
দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৬ আসনে (পীরগঞ্জ) আওয়ামী লীগের প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বক্তব্যের এক পর্যায়ে মঞ্চে উপস্থিত থাকা শিরীন শারমনিকে কাছে ডেকে নেন শেখ হাসিনা। এ সময় তার হাতে হাত রেখে উঁচু করে রংপুর-৬ আসনের ভোটারদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘এই যে আমার মেয়ে শিরীন শারমিন চৌধুরীকে দিয়ে গেলাম। নৌকা মার্কায় ভোট তাকে জয়যুক্ত করা মানে আমাকে জয়ী করা, জয়-পুতুলকে (শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল) জয়ী করা। আপনারা হাত তুলে ওয়াদা করেন। নৌকা জিতলে আমি আবার আসব। এখানে এসে সভা করব। এ অঞ্চলের বাবি কাজ করে যাব।’
আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাসীদের নাশকতা প্রতিহত করার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘প্রত্যেককে সজাগ থাকতে হবে। অগ্নিসন্ত্রাস করতে যারা আসবে তাদের সঙ্গে সঙ্গে ধরতে হবে। উপযুক্ত শাস্তি দিতে হবে, পুলিশে সোপর্দ করতে হবে। মানুষের জীবন নিয়ে কাউকে খেলতে দেব না। আমরা মানুষের কল্যাণে কাজ করি। দিন-রাত পরিশ্রম করি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। তারা আসে ধ্বংস করতে। প্রয়োজনে বাড়ির পাশে রেললাইন থাকলে পাহারা দিতে হবে। জনগণকে প্রতিরোধ করতে হবে। যারা অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কাজ করে, মানুষ খুন করে, তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকার অনুরোধ করছি।’
তিনি আরও বলেন, ‘যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে এসেছে তারা মানুষের শান্তি চায় না। তাদের অগ্নিসন্ত্রাস, বাসে আগুন, ট্রেনে আগুন থেকে রংপুরও বাদ যায়নি। বিএনপি-জামায়াত ট্রেনের ফিসপ্লেট খুলে ফেলেছে। বগি পড়ে দূর্ঘটনা ঘটবে, তারা মানুষ মারার ফাঁদ তৈরি করেছে। এ থেকে ঘৃণার আর কি হতে পারে? বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও করাই আনন্দ। এটি তাদের আন্দোলন। আমরা মানুষের জন্য রাজনীতি করি, মানুষ হত্যায় কিসের আন্দোলন– এটাই আমার প্রশ্ন।’
এর আগে বেলা ১২টার দিকে তারাগঞ্জ ওয়াক্ফ এস্টেট সরকারি ডিগ্রি কলেজ মাঠে রংপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন শেখ হাসিনা। সেখানে জনসভা শেষ করে মিঠাপুকুরে জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী রাশেক রহমানের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তিনি।
ঢাকা থেকে রওনা করে বেলা সোয়া ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে রংপুরের তারাগঞ্জে যান তিনি।