প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার কাছে ক্ষমতা কোনো ভোগের বস্তু না। আমার কাছে ক্ষমতা হলো দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ। মানুষের কল্যাণে কাজ করার সুযোগ। মানুষকে সেবা দেওয়ার আরেকটা সুযোগ আমি আবার পেয়েছি।’ রবিবার বেলা সাড়ে ১১টায় ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘আমি বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞ যে টানা চারবার ক্ষমতায় আসতে পেরেছি।’ তিনি বলেন, ‘ব্যবসা-বাণিজ্য যদি প্রসার না ঘটে কোন দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আমরা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দিয়েছিলাম, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। জাতির পিতা বলেছিলেন, ‘কেউ দাবায়ে রাখতে পারবা না।’ আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে দেখিয়ে দিয়েছি যে আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না।’সরকারপ্রধান বলেন, ‘সামনের দিনগুলোতে চ্যালেঞ্জ রয়েছে। তবে আগাম প্রস্তুতি থাকলে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করা খুব একটা কঠিন হবে না।’ তিনি বলেন, ‘উৎপাদন বৃদ্ধিতে আমরা বহুমূখী ব্যবস্থা নিয়েছি এবং সেগুলো নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা চাই আমাদের দেশটা আরও এগিয়ে যাক। আরও উন্নত হোক। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা প্রতিটি কূটনৈতিক মিশনে এই ম্যাসেজটা দিয়েছি যে, এখন আর রাজনৈতিক না, এখন আমাদের ডিপ্লোমেসি হবে অর্থনৈতিক। ব্যবসা-বাণিজ্যের প্রসার আমরা কিভাবে ঘটাব সেটার উপরই আমাদের কূটনৈতিক মিশনগুলো কাজ করবে। সেটাই আমরা চাচ্ছি।’ তিনি বলেন, ‘আমরা রাপ্তানিতে সুনির্দিষ্ট কয়েকটি পণ্যের উপর নির্ভরশীল। কিন্তু ওই একটা-দুটা পণ্যের উপর নির্ভারশীল থাকলে আমাদের চলবে না। আমাদেরকে রপ্তানি বহুমূখিকরণ করতে হবে। এটা আমি বারবার বলছি। সেই ক্ষেত্রে কিন্তু সুযোগ আরও দিতে হবে। আমরা যে পণ্যটাকে বেশি সুযোগ দিচ্ছি, তারাই কিন্তু বেশি সাফল্য করছে।’ বক্তব্য শেষে তিনি ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।