মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বালক এবং বালিকাদের প্রীতি কাবাডি খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে পুরস্কার বিতরণ করা হয়। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ উপস্থিত থেকে খেলায় অংশগ্রহণকারী ভলিবল বালক আমঝুপি মাধ্যমিক বালক বিদ্যালয়, উজলপুর মাধ্যমিক বিদ্যালয়। কাবাডিতে বালিকায় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় শিক্ষক শরিফুজ্জামান, ফারা হোসেন লিটন, আব্দুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন। ভলিবল বালকে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় এবং বালিকায় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় জয় লাভ করে।