সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন অতিরিক্ত সচিব পদমর্যাদার তিন কর্মকর্তা। প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাদের অবসরগমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) প্রণব কুমার ঘোষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মোহাম্মদ ইরফান শরীফ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নুরুল আলম চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হলো। অবসর গমনের সুবিধার্থে এই তিন কর্মকর্তাকে বদলিপূর্বক পদায়ন করা হলো।