1. banglawebs.bd@gmail.com : banglawebs :
  2. b4newstv@gmail.com : meherali :
  3. info@dainikmeherpurdarpon.com : meherpurdarpon :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :

মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় বড়দিন পালন

মেহেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৮ ভিউ

বিশ্বের নানা প্রান্তেই চলছে যুদ্ধবিগ্রহ, অশান্তি। অশান্তি থেকে মানবজাতির মধ্যে শান্তির বার্তা পৌঁছে দিতে পৃথিবীতে আসেন খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট। খ্রিষ্টধর্মাবলম্বীরা এই বিশ্বাস নিয়ে আড়ম্বরপূর্ণ পরিবেশে উদ্‌যাপন করছেন বড়দিন। ২৫ ডিসেম্বর খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বাংলাদেশে এই উৎসব বড়দিন (ক্রিসমাস ডে) নামে পরিচিত। সারা বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়ের মতো বাংলাদেশের খ্রিষ্টধর্মের মানুষেরাও ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মাধ্যমে দিনটি উদ্‌যাপন করছে। বড়দিন উপলক্ষে গির্জাগুলো সেজেছে বাহারি রঙে। বড়দিনের অনুষ্ঠানে প্রার্থনা ছাড়াও সারা দিন মানুষ গির্জায় আসেন। বিকেলে নানা উপহার নিয়ে হাজির হন সান্তা ক্লজ। খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এই দিনে ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেম শহরের এক গোয়ালঘরে জন্মগ্রহণ করেন। খ্রিষ্টধর্মাবলম্বীদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যিশুখ্রিষ্ট জন্ম নিয়েছিলেন। বড়দিন উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর, ভবেরপাড়া এবং গাংনী উপজেলার নিত্যনন্দপুর গির্জাগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বড়দিন উপলক্ষে সকাল থেকেই মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া এবং বল্লভপুরে দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে। সকালে প্রার্থনার মধ্য দিয়েই বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।,,

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Theme Customized BY WooHostBD