1. banglawebs.bd@gmail.com : banglawebs :
  2. b4newstv@gmail.com : meherali :
  3. info@dainikmeherpurdarpon.com : meherpurdarpon :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :

দৌলতপুরে বিজয় দিবসের নিউজ সংগ্রহের সময় যুবদল নেতার হামলায় আহত সাংবাদিক 

দৈনিক মেহেরপুর দর্পণ ডেক্স
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩১ ভিউ

 

কুষ্টিয়া দৌলতপুরে মহান বিজয় দিবসের নিউজ সংগ্রহের সময় দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ আছানুল হক এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে।

১৬ ডিসেম্বর  সকাল ১১ টার সময় উপজেলা চত্বরে   বিজয় দিবস উপলক্ষে দৌলতপুর উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল, উপজেলা বি এন পি সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন,  উপজেলা জেলা বি এন পির সাবেক সিনিয়র নেতা   অ্যাডভোকেট রমজান আলীর  র‍্যালীর  ভিডিও চিত্র ধারনেের সময় তিনি হামলা স্বীকার হন।

হামলাকারী হলেন, দৌলতপুর সদর ইউনিয়নের যুব দলের যুগ্ম আহ্বায়ক টুটুল হোসেন সে দৌলতপুর উপজেলার বি এন পির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ক্যাডার হিসেবে পরিচিত।  এ সময় উপস্থিত ঘটনা স্থানে  উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা নিজেে উপস্থিত ছিলেন । এ সময় সাংবাদিক আছানুল গুরুত্ব আহত হন।

সাংবাদিক আছানুল হক বলেন, আমি বিজয় দিবসের নিউজের জন্য  একটি র‍্যালীর ভিডিও ফুটেজ  নিচ্ছিলাম। হঠাৎ করে পিছন দিক থেকে আমাকে আক্রমণ করে টুটুল নামের এক সন্ত্রাসী তার সাথে সময় আরো ১০ থেকে ১২ জন ছিল । এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছি আমি।

এ বিষয়ে দৌলতপুর উপজেলার বি এন পির সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল, উপজেলা বি এন পি সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন  বলেন, সাংবাদিক আছানুল হক দীর্ঘ ১০ বছর যাবত আমাদের বি এন পির সকল নিউজ কাভারেজ দিয়ে  আসছে। দলের দুসময়ে যখন কোন সাংবাদিক বি এন পির পক্ষে নিউজ করতে সাহস পাই নাই তখন আছানুল হক বি এন পির সকল নিউজ করেছে। আজ আমরা জাতীয় দিবস পালন ও শহীদবেদিতে শ্রদ্ধাঞ্জলি দিতে যাচ্ছিলাম এবং সাংবাদিক আছানুল হক ভিডিও চিত্র ধারন করছিল  সময় আছানুল হক এর উপর হামলা হয়েছে বিষয় টা দুঃখজনক। ঘটনার সঠিক তদন্ত পূর্বক বিচার হওয়া উচিত।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বলেন এখন ব্যস্ত আছি পরে কথা হবে।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মোঃ  নাজমুল হুদা বলেন  অভিযোগ পেলে প্রয়োজনীয়  ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Theme Customized BY WooHostBD