দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দী ৩ নাম্বার ওয়ার্ড জাতীয়তাবাদী দল বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ সভায় সভাপতিত্ব করেন ৯নং রিফাইতপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিফাইতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মোঃ মিজানুর রহমান পিন্টু, সাবেক মৎস্যজীবী দলের প্রচার সম্পাদক মোঃ মতিয়ার রহমান, বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুল জলিল,যুবদল নেতা মোঃ তাঁরা চাদ, সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাহাঙ্গীর আলম বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশটাকে ফোকলা করে দিয়ে গেছে, কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এদেশের মানুষ দিশেহারা। তাই স্বৈরাচারী শেখ হাসিনার দোষদেরকে চিহ্নিত করে তাদের থেকে দল ও দেশকে রক্ষা করতে হবে। সন্ত্রাস চাঁদাবাজি ও মাদকমুক্ত দেশ গড়তে হবে।