মোস্তাফিজুর রহমান : আজ সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেওয়ার দিন। ১৬ ডিসেম্বর বিজয়ের উদ্যাপন উপলক্ষে গাংনী পাইপ সেনেটারী ও ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন পক্ষ থেকে ১৬ ডিসেম্বর (সোমবার ) সকাল ৯টার সময় গাংনী উপজেলা প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে পুষ্প অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। এ সময় গাংনী পাইপ সেনেটারী ও ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন সভাপতি ফিরোজ,সহ-সভাপতি সাইদুল, সাধারণ সম্পাদক শামীম, যুগ্ম সম্পাদক আমিনুর সহ সংগঠনের সদস্যরা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।