রুবেল আহমেদ: “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ” গড়ি’ এই প্রতিপাদ্যে গাংনীতে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উৎযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পৌরসভা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে পৌর সভাকক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। গাংনী মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। বিশেষ অতিথী ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী ও যুব উরন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে সফলতা অর্জনকারী পাঁচ নারীকে জয়িতা সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন, সফল জননী গাংনীর চৌগাছা গ্রামের মাহফুজা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে সফলতা অর্জনকারী নারী কাজীপুর গ্রামের আক্তার বানু, অর্থনৈতিক ভাবে সফলতা অর্জনকারী নারী গোপালনগর গ্রামের কাকলী খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন কাথুলী গ্রামের ভাবিরন নেছা, শিক্ষা ও চাকরিতে সফলতা অর্জনকারী নারী হাড়াভাঙ্গা গ্রামের আফরোজা আক্তার বানু।